সারা দেশে বন্যায় ৯২ জনের মৃত্যু

প্রকাশিত: জুন ৩০, ২০২২; সময়: ৯:০৯ অপরাহ্ণ |
সারা দেশে বন্যায় ৯২ জনের মৃত্যু

পদ্মাটাইমস ডেস্ক : পাহাড় থেকে নেমে আসা উজানের ঢল ও বৃষ্টিপাতে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। পানি বাড়ছে দেশের উত্তরাঞ্চলেও। এসব এলাকার নিম্নাঞ্চল ডুবে আবারও পানিবন্দি হয়ে পড়েছে মানুষ।
সারা দেশে বন্যায় ৯২ জনের মৃত্যু, সবচেয়ে বেশি সিলেটে

এখন পর্যন্ত সারা দেশে বন্যায় ৯২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটেই মারা গেছেন ৫৫ জন এবং ৩১ জন ময়মনসিংহ বিভাগে। গত ১৭ মে থেকে ৩০ জুন পর্যন্ত এই ৯২ জনের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো বন্যা বিষয়ক এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া বন্যার কারণে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৯৬ জন। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত ৬ হাজার ১৫২ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ১৭ মে থেকে ৩০ জুন পর্যন্ত মৃতদের মধ্যে সিলেট জেলায় ১৮ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে পাঁচ জন, মৌলভীবাজারে পাঁচ জন, ঢাকা বিভাগের টাঙ্গাইলে একজন, ময়মনসিংহে পাঁচ জন, নেত্রকোনায় ১০ জন, জামালপুরে ৯ জন, শেরপুরে সাত জন, কুড়িগ্রামে তিন জন এবং লালমনিরহাটে একজন রয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে