গুরুদাসপুরে কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

প্রকাশিত: জুন ৩০, ২০২২; সময়: ৪:৫৩ অপরাহ্ণ |
গুরুদাসপুরে কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

এস,এম ইসাহক আলী রাজু, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে ২০২১-২২ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী জাতের আমন ধান ও গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গুরুদাসপুর পৌরসভাসহ উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৫৬০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ-সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০জুন) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে
অনুষ্ঠিত কৃষকদের মাঝে বিনামূল্যে ফসলের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর-৪ আসনের সংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস।

বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি ও স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার হারুনর রশিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মতিয়ার রহমান।

গুরুদাসপুর উপজেলা কৃষি অফিসার হারুনর রশিদ বলেন, এই কর্মসূচির আওতায় উপজেলার ৫০০জন কৃষকদের মধ্যে উফশী জাতের আমন ধান বীজ-৫ কেজি, ডিএপি সার-১০ কেজি করে এবং ৬০জন কৃষকদের মধ্যে গ্রীস্মকালীন পিয়াজের বীজ ১ কেজি, ডিএপি সার-২০ কেজি ও এমওপি সার-২০ কেজি করে বিতরণ করা হচ্ছে।

এছাড়াও নগদ ২৮০০টাকা বিকাশের মাধ্যামে কৃষকরা পাবেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে