নাটোরে স্কুল শিক্ষককে হয়রানির অভিযোগ

প্রকাশিত: জুন ৩০, ২০২২; সময়: ২:০৪ অপরাহ্ণ |
নাটোরে স্কুল শিক্ষককে হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের বড়াইগ্রামে মিথ্যা অভিযোগে এক স্কুল শিক্ষককে পুলিশ দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। সকালে স্থানীয় একটি রেস্তোরায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ করে সুষ্ঠ প্রতিকার চেয়েছেন করেছেন ভুক্তভোগী ওই শিক্ষকের পরিবারসহ এলাকাবাসী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী শিক্ষকের ছেলে নিয়ামুল হাসান নির্ঝর বলেছেন, মনির হোসেন নামে তার বাবার এক ছাত্র এলাকায় নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রীর লোক পরিচয় দিয়ে বিভিন্ন জনকে চাকরি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। কিন্তু চাকরি না হওয়ায় ভুক্তভোগীরা তার বাবার কাছে অভিযোগ করলে তিনি বিষয়টি মিমাংশার উদ্যোগ নিয়ে সালিশ বৈঠকের চেষ্টা করেন। এতে মনির হোসেন ক্ষুদ্ধ হয়ে আমার বাবার নামে মিথ্যা অভিযোগ তুলে পুলিশ দিয়ে বাবাকে হয়রানি করতে থাকে। মনগড়া অভিযোগ করে বড়াইগ্রাম থানার এক পুলিশ কর্মকর্তা পাঠিয়ে প্রায়ই আমার বাবাকে ধরতে এলাকায় পাঠান। এছাড়া মনির হোসেন তার সন্ত্রাসী বাহিনী সহ স্কুলে গিয়ে শিক্ষক সহ শিক্ষার্থীদের হুমকি প্রদান সহ বাবাকে উদ্দেশ্য করে নানা অশোভন ভাষায় গালাগালি করে আসে। এঅবস্থায় তার বাবা,মা ও ৫ ম শ্রেনীতে পড়ুয়া বোনকে নিয়ে গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। শিক্ষক বাবা সহ পরিবারের সকল সদস্যকে হয়রানির শিকার থেকে রক্ষা করার আবেদন জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত রামেশ^রপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রপ্ত প্রধান শিক্ষক,সহকারি শিক্ষক,জনপ্রতিনিধি ও ভুক্তভোগী এলাকাবাসী চৌকিদার পুত্র মনির হোসেনের বিরুদ্ধে নান অভিযোগ তুলে তার বিচার দাবি করেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে