ক্রীড়াঙ্গনের প্রিয় মুখ অমিতকে হারানোর এক বছর

প্রকাশিত: জুন ৩০, ২০২২; সময়: ১১:৩৩ পূর্বাহ্ণ |
খবর > খেলা
ক্রীড়াঙ্গনের প্রিয় মুখ অমিতকে হারানোর এক বছর

পদ্মাটাইমস ডেস্ক : ক্রীড়াঙ্গনের অতি পরিচিত, প্রিয় মুখ ছিলেন আহসান আহমেদ অমিত। ফুটবল তো বটেই এছাড়া অন্যান্য খেলায় তার ছিল সরব উপস্থিতি।

আজকের এই দিনে গত বছর ভারতে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবী থেকে গত হয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হেড অফ মিডিয়া ও টেবিল টেনিস ফেডারেশনের কোষাধ্যক্ষ অমিত।

অমিত ভারত গিয়েছিলেন কিডনি পরিবর্তন করতে সফলভাবে কিডনি পরিবর্তনও করেছেন। অমিতের আপন ভাই স্ট্রোক করে হাসপাতালে আইসিইউতে মুমুর্ষ অবস্থায়। এই সংবাদ শোনার পর থেকে অমিত নিজে কান্নাকাটি করেছেন এবং কয়েক দফা স্ট্রোক করেন। এরপর অবস্থা ক্রমে অবনতি হয় এবং হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অমিত ছোটবেলা থেকে ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন। বাংলাদেশ বয়েজ, ওয়ারী ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ছিল সরাসরি সম্পৃক্ততা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে গত দশ বছর হেড অফ মিডিয়া হিসেবে কাজ করেন।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনে কোষাধ্যক্ষ ছিলেন। এছাড়া হ্যান্ডবল ফেডারেশনেও কাউন্সিলর ছিলেন।

অমিতের প্রথম মৃত্যুবার্ষিকীতে বাফুফে আজ বৃহস্পতিবার দুপুরে কোরআন খতম ও বাদ বসর বাফুফে ভবন সংলগ্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছে। টেবিল টেনিস ফেডারেশনও অমিতের জন্য বিশেষ দোয়ার ব্যবস্থা করেছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে