যমুনায় তৃতীয় দফায় বাড়ছে পানি, চিন্তায় নদীপাড়ের মানুষ

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : চলতি বছরে সিরাজগঞ্জে যমুনা নদীতে তৃতীয় দফায় দ্বিতীয় দিনের মত পানি বৃদ্ধি অব্যহত রয়েছে। গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে ২০ সেন্টিমিটার এবং কাজিপুরের মেঘাই ঘাট পয়েন্টে ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
চলতি বছরের বন্যায় পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করে জেলার ৬টি উপজেলার ৩৮টি ইউনিয়নের শতশত গ্রামের হাজার হাজার মানুষ বন্যাকবলিত হবার পর আবার পানি নেমে যাওয়ায় আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু নতুন করে আবারও পানি বাড়তে থাকায় কপালে চিন্তার ভাজ পড়েছে নদী বিধৌত এলাকার লোকজনদের।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন,নতুন করে আবার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিতে যমুনায় আবারও পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। এ পানি বৃদ্ধি আরও কয়েকদিন অব্যহত থাকতে পারে তবে ভয়াবহ বন্যার আশংকা নেই এই অঞ্চলে।