বাঘায় নাতির অপরাধে সালিশে বৃদ্ধ নানাকে কানধরে ওঠবস

প্রকাশিত: জুন ২৯, ২০২২; সময়: ৯:৪৩ অপরাহ্ণ |
বাঘায় নাতির অপরাধে সালিশে বৃদ্ধ নানাকে কানধরে ওঠবস

নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় নাতির অপরাধে সালিশে বৃদ্ধ নানা ছিদ্দিক বেপারিকে (৬৩) ১০ হাজার টাকা জরিমানা ও কানধরে ওঠবস করানো হয়েছে। এ বিষয়ে তিনি মঙ্গলবার বাঘা থানায় লিখিত অভিযোগ করেছেন।

জানা যায়, উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের দাদপুর চরের ছিদ্দিক বেপারির নাতি রকিবুল ইসলাম (৮) কালীদাসখালী চরের মুদি ব্যবসায়ী স্বপন আলী বাড়ি থেকে রোরবার ২ হাজার ৫০০ টাকা চুরি করে। পরে এই টাকা স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়।

পরের দিন স্বপন আলীর মুদি দোকানে চুরি হয়। এ বিষয়ে চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন স্বপন আলী। তার পর সোমবার বিকালে ইউনিয়ন পরিষদের আয়োজনে সালিশের আয়োজন করা হয়। চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম বাবুল দেওয়ানের সভাপতিত্বে ১১ জন ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র রফিকুল ইসলামকে দোষী প্রমাণ করা হয়।

এ সময় তার নানা ছিদ্দিক বেপারিকে মারধর, কানধরে ওঠবস করিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে ছিদ্দিক বেপারি অপমানিত হয়েছেন বলে মঙ্গলবার বাঘা থানায় লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম বাবুল দেওয়ান বলেন, ছিদ্দিক বেপারিকে মারধর ও কানধরে ওঠবসের মতো কোনো ঘটনা ঘটেনি। স্বপন আলীর দোকানে যে টাকা চুরি হয়েছে, সেই টাকা তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

বাঘা উপজেলা শাখার বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক শাহিনুর আলম বাবু বলেন, অপরাধীকে আইনে সোপর্দ না করে নির্যাতন করে আইন লঙ্ঘনের পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে।

বাঘা থানার ওসি (তদন্ত) আব্দুল করিম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে