গুরুদাসপুরে মাদক দ্রব্যের অপব্যবহার রোধে দিনব্যাপী কর্মশালা

প্রকাশিত: জুন ২৯, ২০২২; সময়: ৮:৫৫ অপরাহ্ণ |
গুরুদাসপুরে মাদক দ্রব্যের অপব্যবহার রোধে দিনব্যাপী কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর : মুজিব বর্ষের অঙ্গিকার মাদক করবো পরিহার এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে মাদক দ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাদক থেকে দূরে থাকতে ওই কর্মশালায় অংশগ্রহণকারী সকলকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেন।

বুধবার (২৯ জুন) গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নাটোর মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিচালক মোঃ লুৎফর রহমান, গুরুদাসপুর পৌর মেয়র মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, গুরুদাসপুর থানার সাব ইন্সপেক্টর হাফিজুর রহমান প্রমুখ্য। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সহকারী প্রগ্রামার জহির আব্বাস।

কর্মশালায় বক্তারা বলেন, তৃর্ণমুল থেকেই মাদককে নির্মুল করতে হবে। এ জন্য সুধি মহল, জনপ্রতিনিধি ও প্রশাসন একত্রে কাজ করতে হবে। দেশকে ভালো বেসে দেশের জন্য কাজ করতে হবে। নতুন প্রজন্মকে বাঁচাতে হবে তাহলেই আগামীতে দেশ হবে উন্নত। একথা মাথায় রেখেই আগামীতে মাদক দমনে ব্যবহৃত হবে অত্যাধুনিক সফ্টওয়ার,যা ব্যবহার করে অতিদ্রুত উর্ব্ধতন কর্মকর্তাদের অবগত করা যাবে।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন ও পৌরসভার জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে