চারঘাটে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা

প্রকাশিত: জুন ২৯, ২০২২; সময়: ৮:৪৭ অপরাহ্ণ |
চারঘাটে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাট উপজেলা প্রশাসন আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী সহযোগিতায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমম্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে দিনব্যাপী উপজেলার পরিষদ হলরুমে এই কর্মশালায় সরকারী দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের সুশিল সমাজে প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ অংশ গ্রহন করেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দা সামিরার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল ইসলাম। এসময় অন্যাদেও মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিচালক আলমগীর হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, চারঘাট এম এ হাদী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাহাজ উদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক সাইফুল ইসলাম ও ইউপি চেয়ারম্যানগণসহ সর্বস্তরের সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন আসুন মাদকমুক্ত পরিবার গড়ি, মাদককে না বলি। মাদক নির্মূল রোধে ও সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমম্বিত কর্মপরিকল্পনায় সকলের সহযোগিতা কামনা করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে