আরসিআরইউর বৃক্ষরোপণ ও ফল উৎসব

প্রকাশিত: জুন ২৯, ২০২২; সময়: ৮:৪৩ অপরাহ্ণ |
আরসিআরইউর বৃক্ষরোপণ ও ফল উৎসব

নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাপী পরিবেশ বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রকৃতিকে রক্ষায় রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ)উদ্যোগে বৃক্ষরোপণ ,বিনামূল্যে চারা বিতরণ ও ফল উৎসব হয়েছে।

বুধবার, (২৯ জুন) রাজশাহী কলেজ ইংরেজী বিভাগের সামনে নিমতলা চত্বরের পাশে দুটি নিম গাছের চারা রোপণ মাধ্যমে এ কর্মসূচি শুরু করা হয়।

আরসিআরইউ’র সভাপতি মাহাবুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক।এসময় প্রায় ৫০টি বিভিন্ন ফল ও ঔষধি গাছের চারা ইউনিটির সদস্য ও সহযোগী সদ্যস্যদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। বৃক্ষের মধ্যে রয়েছে আম, কাঁঠাল, মেহগনি, নিমসহ প্রভৃতি গাছের চারা।

রাজশাহী কলেজের অধ্যক্ষ বলেন, আজকের যে বাস্তবতা আমরা দেখছি ,যে জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশের নানা সমস্যা তৈরি হচ্ছে। সেখান থেকে যদি আমাদের বেরিয়ে আসতে হয় ।তাহলে অবশ্যই যতটা সম্ভব বৃক্ষরোপণ করতে হবে ।একটা দেশের ভূখণ্ড যত অংশ গাছপালা থাকা দরকার আমাদের কিন্তু সেই পরিমান নেই। আমাদের এই ছোট ছোট উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করবে।

কর্মসূচির এ সময় উপস্থিত ছিলেন আরসিআরইউ’র উপদেষ্টা ড. সৈয়দ আলী আহসান, আজমত আলী।

আরসিআরইউ’র সভাপতি মাহাবুল ইসলামে বলেন, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি যদিও একটি সাংবাদিক সংগঠন । সাংবাদিকতার পাশাপাশি সামাজিক যে কাজগুলো আছে। সেগুলো সামাজিক দায়বদ্ধতা জায়গা থেকে বাস্তবায়ন করার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় এ বৃক্ষরোপণ কর্মসূচি এবং আমাদের যে সহযোগী সদস্য আছে তাদেরকে নিয়ে আমরা স্বল্প পরিসরে ফল উৎসব আয়োজন করেছি।

পরে আরসিআরইউ’র কার্যালয়ে মধুমাস জৈষ্ঠ্য উপলক্ষ্যে ফল উৎসবে- আম, জাম, লটকন, পেয়ারাসহ ১০ প্রজাতির ফল প্রদর্শনীর পাশাপাশি অতিথি ,ইউনিটির সদস্য ও সহযোগী সদ্যস্যদের ফল কেটে খাওয়ানো হয়।

এ সময় আরোও উপস্থিত ছিলেন-আরসিআরইউ’র সহ-সভাপতি মেহেদী হাসান,অর্থ-সম্পাদক বদরুদ্দোজা, দপ্তর সম্পাদক এস আলী দূর্জয়, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক তানজিলা আক্তার ও কার্যনির্বাহী সদস্য সুজনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।#

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে