গুরুদাসপুরে ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে গাছ ও ট্রাকের চাঁপায় চালক নিহত

প্রকাশিত: জুন ২৯, ২০২২; সময়: ৮:০৭ অপরাহ্ণ |
গুরুদাসপুরে ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে গাছ ও ট্রাকের চাঁপায় চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের হাজীর হাট নামক স্থানে একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ঢাক্কা লাগে গাছ ও ট্রাকের চাঁপায় ঘটনাস্থলেই চালক নিহত হয়েছে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চালকের সহকারীও। নিহত চালক সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার হরিণচড়া গ্রামের শামসুল আলমের ছেলে মঞ্জুর ইসলাম (৩৮)।

বুধবার (২৯ জুন) দুপুরে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের হাজির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানাযায়, গুরুদাসপুর উপজেলার নয়া বাজার এলাকায় নির্মাণ কাজে ব্যবহৃত বালু দিয়ে ট্রাকটি খালি নিয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলো। ট্রাকটি নং সিরাজগঞ্জ ড-১১-০৬৬৬। পথে উপজেলার হাজির হাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি গাছের সাথে বেধে যায়। এ সময় চাঁপা লেগে চালক মঞ্জুর ইসলাম ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে গুরুদাসপুর ফায়ার সার্ভিস দল ও হাইওয়ের পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনপাড়াহাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফিরোজ হোসাইন বলেন, ট্রাকটি বালু আনলোড করে সিরাজগঞ্জ যাবার পথে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের হাজির হাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ঢাক্কা লাগে ।

এ সময় গাছ এবং ট্রাকে চাঁপা লেগে ঘটনাস্থলেই চালক নিহত হয়। মরদেহটি উদ্ধার করে স্বজনদের নিকট হস্তান্তরের চেষ্টা চলছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে