নওগাঁয় দু’দিনব‍্যাপী আমের মেলা

প্রকাশিত: জুন ২৯, ২০২২; সময়: ৬:৩২ অপরাহ্ণ |
নওগাঁয় দু’দিনব‍্যাপী আমের মেলা

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় দু’দিনব‍্যাপী আম মেলা শুরু হয়েছে। উত্তম কৃষি অনুশীলন- এর মাধ‍্যমে উৎপাদিত নিরাপদ ও স্বাস্থ‍্যবান্ধব আম চাষে উৎসাহিত করার লক্ষ‍্যে এই মেলার আয়োজন করা হয়।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)- এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংগঠন ঘাসফুল দু’দিনব‍্যপী এই আম মেলার আয়োজন করে।

বুধবার বিকাল সাড়ে ৪টায় নওগাঁ নওযোয়ান মাঠে মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শিহাব রায়হান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর ভারপ্রাপ্ত উপ-পরিচালক এ কে এম মনজুরে মওলা’র সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী মেলায় অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন সদর উপজেলা চেয়ারম‍্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, ঘাসফুলের সহকারী পরিচালক রাব্বানী বসুনিয়া ও সাইদুর রহমান এবং প্রজেক্ট ম‍্যানেজার মো: নাসের বক্তব‍্য রাখেন।

মেলায় প্রায় ২০টি ষ্টলে ল‍্যাংড়া, হাড়িভাঙ্গা, আম্রপালী, আশ্বিনা, বারী-৪, বারোমসী কাটিমন, বারী-৮, বারী-৭, সুরমা ফজলী, ফজলী, গৌরমতি, নাগফজলীসহ উচ্চমূল‍্যের বিদেশী আমের মধ‍্যে মিয়াজাকি, কিউজাই,আমেরিকান পালমার, চিয়াংমাইসহ প্রায় ১৫ জাতের আম প্রদর্শন করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে