সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা তফিজ উদ্দিনের মৃত্যুবার্ষিকীতে আ.লীগের স্মরণ সভা

প্রকাশিত: জুন ২৮, ২০২২; সময়: ৪:৫০ অপরাহ্ণ |
সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা তফিজ উদ্দিনের মৃত্যুবার্ষিকীতে আ.লীগের স্মরণ সভা

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা আহমেদ তফিজ উদ্দিনের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সুজানগর উপজেলা আ.লীগের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সুজানগর আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে মঙ্গলবার উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন উপজেলা আ.লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম শাহজাহান, সাবেক সহ সভাপতি আব্দুল মতিন মৃধা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.মর্জিনা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আজিজুর রহমান,সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা,সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার আব্দুর রউফ, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, তাঁতীবন্দ ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল কুদ্দুস খন্দকার,নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাজু, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ তুষার ও পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ প্রমুখ। শেষে আহমেদ তফিজ উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় ।

এছাড়া একই দিনে আহমেদ তফিজ উদ্দিনের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সাতবাড়িয়া ডিগ্রি কলেজ, সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় ও সাতবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শোক র‌্যালি,স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।এ সকল কর্মসূচিতে প্রয়াত আহমেদ তফিজ উদ্দিনের পুত্র আহমেদ ফররুখ কবির বাবু, সাতবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু, সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আলম,সাতবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন,সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম,স্থানীয় আওয়ামীলীগ নেতা আয়নাল সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন ।

উল্লেখ্য পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা আহমেদ তফিজ উদ্দিন জীবিত থাকাকালীন আ.লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ২ বার সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ৩ বার পাবনা-২ আসনের সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে