বাগমারায় মাদকের অপব্যবহার রোধকল্পে কর্মশালা

প্রকাশিত: জুন ২৮, ২০২২; সময়: ৪:৪০ অপরাহ্ণ |
বাগমারায় মাদকের অপব্যবহার রোধকল্পে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় মাদকের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুরক্ষা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ানের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদকদ্যব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী কার্যালয়ের উপ-পরিচালক আলমগীর হোসেন।

উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীতের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহীর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, মাদকদ্যব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী কার্যালয়ের উপ-পরিদর্শক টিএম রেজাউল বারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল প্রমুখ।

উক্ত কর্মশালায় বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সুশিল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে