পিএসজি ছাড়ছেন নেইমার!

প্রকাশিত: জুন ২৭, ২০২২; সময়: ১০:০৬ পূর্বাহ্ণ |
খবর > খেলা
পিএসজি ছাড়ছেন নেইমার!

পদ্মাটাইমস ডেস্ক : ২০১৭ সালে বার্সেলোনা থেকে বিশ্বরেকর্ড ট্রান্সফার ফি’র বিনিময়ে ফ্রান্সের মাটিতে পা রেখেছিলেন ব্রাজিলিয়ান তারকা। ফ্রান্সের লিগ ওয়ানে প্যারিস সেন্ট জার্মেইয়ের হয়ে পাঁচ বছর ধরে খেলে আসা নেইমার জুনিয়র নিজ থেকে ছাড়তে চাচ্ছেন এই ক্লাব।

সম্প্রতি পিএসজি প্রধান নাসের আল-খেলাইফির এক সাক্ষাৎকারের পর বদলে গেছে এই তারকা ও পিএসজির সম্পর্ক।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ক্লাবের সঙ্গে নেইমারের সম্পর্কে টানপোড়ন শুরু হয়েছে। অবশেষে নেইমার ক্লাব ছাড়ার ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন।

পিএসজি চেয়ারম্যান সম্প্রতি তার সাক্ষাৎকারে নেইমারের পারফরম্যান্স নিয়ে পরোক্ষভাবে সমালোচনা করেছেন। সেই সাক্ষাৎকারে নেইমার সম্পর্কিত প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘নেইমার গ্রীষ্মে চলে যেঁতে পারে কিনা? আমি এতটুকুই বলতে পারি যে, আমাদের চাওয়া হচ্ছে দলের সব খেলোয়াড় যাতে গত মৌসুমের চেয়ে আগামী মৌসুমে ভালো পারফর্ম করে।’

নেইমারের পিএসজির পরিসংখ্যান বলে পাঁচ বছরে কেবল ব্যর্থই হয়েছেন এই তারকা। চ্যাম্পিয়নস লিগ শিরোপা দুঃস্বপ্নের মতো হয়ে গিয়েছে। এই মৌসুমে পিএসজির হয়ে ২৮ ম্যাচ খেলে মাত্র ১৩ টি গোল করেছেন এই ব্রাজিলিয়ান।

পিএসজি চেয়ারম্যানের সঙ্গে অভিমান করে নেইমার চলে যাবে নাকি আবারও নতুন চুক্তি করতে যাচ্ছে এই তারকা ফুটবলার তাই দেখার বিষয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে