শহীদ কামারুজ্জামানের জন্মবার্ষিকীতে মন্দিরে বিশেষ প্রার্থনা

প্রকাশিত: জুন ২৭, ২০২২; সময়: ২:৩৪ পূর্বাহ্ণ |
শহীদ কামারুজ্জামানের জন্মবার্ষিকীতে মন্দিরে বিশেষ প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নেতা শহীদ এ এইচ এম কামরুজ্জামানের ৯৯ তম জন্মদিন উপলক্ষে জয় বাংলা চত্বরে অবস্থিত শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ দেব বিগ্রহ ঠাকুর মন্দিরে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের ৯৯ তম জন্মদিন উপলক্ষে জয় বাংলা চত্বরে অবস্থিত শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ দেব বিগ্রহ ঠাকুর মন্দিরে এ প্রার্থনা সভা আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি সুনন্দন দাস, সহ সভাপতি সমর রায়, সাধারণ সম্পাদক পাপন রায়, ক্যাশিয়ার রতন পালসহ অন্যান্য সদস্যরা । এই সময় মন্দির কমিটির সদস্যরা শ্রদ্ধার সাথে মহান মুক্তিযুদ্ধে তার অবদানের কথা স্মরণ করেন।

এ সময় সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন, মুজিবনগর সরকার গঠন এবং যুদ্ধ পরিচালনায় তার দক্ষতা ও যোগ্যতা ছিল প্রশংসনীয়। দীর্ঘ ৩৩ বছরের রাজনৈতিক জীবনে তিনি কখনোই নির্বাচনে পরাজিত হননি, সর্বদাই জনপ্রিয়তার শীর্ষে ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে