পদ্মা সেতুতে মোটর বাইক চলাচল নিষিদ্ধ
প্রকাশিত: জুন ২৬, ২০২২; সময়: ৯:৪৯ pm |

পদ্মাটাইমস ডেস্ক : আগামীকাল সোমবার পদ্মা সেতুতে অনির্দিষ্টকালের জন্য মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।
রোববার (২৬ জুন) রাতে সেতু বিভাগ থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
তথ্য বিবরণীতে বলা হয়েছে, সোমবার (২৭ জুন) ভোর ৬টা থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার।