শহীদ জননী জাহানারা ইমামের ২৮ তম মৃত্যুবার্ষিকী পালন

প্রকাশিত: জুন ২৬, ২০২২; সময়: ৮:৪৩ অপরাহ্ণ |
শহীদ জননী জাহানারা ইমামের ২৮ তম মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক : শহীদ জননী জাহানারা ইমামের ২৮ তম মৃত্যুবার্ষিকী পালন করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী জেলা ও মহানগর।

এ উপলক্ষ্যে আজ সকাল ৮ টায় আলুপট্টি মোড়ে শহীদ জননীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে স্বরণ করা হয় তাকে,তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরাবতা পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কামরুজ্জামান, মহানগর নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সুজিত সরকার, জেলা নির্মূল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, মহানগর নির্বাহী সদস্য তামিম শিরাজী, নির্মূল কমিটির মহিলা ইউনিটের সাধারণ সম্পাদক আয়েশা মুন্নী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ, মুক্তিযুদ্ধ পাঠাগারের সাধারণ সম্পাদক কামারুল্লাহ সরকার, হৃত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডাঃএফ এম জাহিদ, স্টুডেন্ট ফ্রন্ট নেতা নাফিউল হক প্রমুখ।

এরপর নেতৃবৃন্দ জাতীয় চার নেতার অন্যতম শহীদ কামারুজ্জামানের জন্মদিবস উপলক্ষ্যে তার সমাধীতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,জাতীয় চার নেতা এবং ত্রিশ লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে নীরাবতা পালন করা হয়। উল্লেখ্য আগামী ২৮ জুন বিকেল ৪টায় বরেন্দ্র কলেজে শহীদ জননীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে