বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে মানববন্ধন

প্রকাশিত: জুন ২৬, ২০২২; সময়: ৭:০৮ অপরাহ্ণ |
বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব মাদক বিরোধী দিবস-২০২২ উপলক্ষ্যে শিশু-কিশোরদের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস বা বিশ্ব মাদকবিরোধী দিবস-২০২২ উপলক্ষ্যে রবিবার সকাল ১২ টার দিকে “প্রত্যাশা” মাদক বিরোধী সংগঠনের উদ্যোগে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিশু-কিশোরদের সমন্বয়ে কঙ্কালের মুখোস, ব্যানার-ফেস্টুন-প্ল্যাকার্ডসহ এক বর্ণাঢ্য মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২২ এর উক্ত মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন, “প্রত্যাশা” মাদক বিরোধী সংগঠনের সাধারন সম্পাদক হেলাল আহমেদ। মানববন্ধনে উপস্থিত বক্তারা রাজধানীসহ সারাদেশে অবৈধভাবে গড়ে ওঠা সীসা-বার উচ্ছেদ করার জোর দাবী জানানো হয়।

এছাড়া সম্প্রতি মদের লাইসেন্স ও মদের বার এর জন্য লাইসেন্স প্রদানের ঘোষণা বাতিলসহ মদ বিক্রি বন্ধে আইনের কঠোর প্রয়োগ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানানো হয়। পাশাপাশি রাজধানীর পথশিশুদের “ড্যান্ডি” নামক মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় এগিয়ে আসার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে