বিশ্ববিদ্যালয় ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: জুন ২৬, ২০২২; সময়: ৩:০৫ অপরাহ্ণ |
বিশ্ববিদ্যালয় ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পদ্মাটাইমস ডেস্ক : বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করে আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। রোববার (২৬ জুন) সকালে সচিবালয়ে মাদক দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। আর মাদকের সঙ্গে প্রশাসন বা রাজনীতিক যারাই জড়িত হোক না কেন সবাইকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় কাজ করে যাচ্ছে বাহিনীগুলো।

আসাদুজ্জামান খাঁন জানান, রোহিঙ্গাদের অনেকেই মায়ানমার থেকে এদেশে মাদক আনে। মায়ানমার সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া সরকারি সকল চাকুরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করে আইন করা হবে বলেও জানান তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে