রুয়েটে অংশীজনের সাথে মতবিনিময়

প্রকাশিত: জুন ২৬, ২০২২; সময়: ২:০৮ অপরাহ্ণ |
রুয়েটে অংশীজনের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)- এ জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২১-২০২২ বাস্তবায়ন এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য অংশীজনের (Stakeholders) সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে ভাইস-চ্যান্সেলরের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

রুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন।

অর্থ ও হিসাব শাখার অতিরিক্ত পরিচালক শেখ মো. ফয়সাল আরেফিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডীন যন্ত্রকৌশল অনুষদ অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, নেসকো লিঃ রাজশাহীর প্রধান প্রকৌশলী প্রকৌ. আব্দুর রশীদ, আনসার ও ভিডিপি রাজশাহী জেলা কমান্ড্যান্ট মো. কামাল হোসেনসহ বিভিন্ন অংশীজনবৃন্দ (Stakeholders)।

অনুষ্ঠানের শুরুতে রুয়েট চলমান ও বাস্তবায়নকৃত উন্নয়ন প্রকল্পগুলোর মনোমুগ্ধকর স্লাইড শো উপস্থাপন করা হয়।

রুয়েটে সুশাসন প্রতিষ্ঠায় জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২১-২০২২ দ্রুত বাস্তবায়ন জরুরী এবং সেই সাথে এই বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ৪র্থ শিল্প বিপ্লবের বিকল্প নেই বলে মতবিনিয়ম সভায় বক্তারা অভিমত প্রকাশ করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে