দুশ্চিন্তা দূর করবে এই ফলগুলো

প্রকাশিত: জুন ২৫, ২০২২; সময়: ৪:০৫ অপরাহ্ণ |
দুশ্চিন্তা দূর করবে এই ফলগুলো

পদ্মাটাইমস ডেস্ক : দুশ্চিন্তাকে দাওয়াত দিয়ে হয় না, এটি এমনিতেই চলে আসে। যতই আপনি দুশ্চিন্তামুক্ত থাকতে চান, কোনো না কোনো চাপ আসবেই। জীবনে পথ চলতে গিয়ে নানা চড়াই-উৎড়াই পাড়ি দিতে হয়। মানসিক চাপ কিংবা দুশ্চিন্তা সামাল দিয়ে এগিয়ে চলতে হয়।

মহামারির পরে আমাদের দুশ্চিন্তার পরিমাণ যেন আরও বেড়ে গেছে। দুশ্চিন্তা দূর করার জন্য ওষুধের ওপর নির্ভর করা যাবে না। কারণ ওষুধে একবার অভ্যস্ত হয়ে গেলে সেখান থেকে বের হওয়া মুশকিল। কিছু ফল আছে যেগুলো খেলে দূরে থাকে দুশ্চিন্তা। চলুন জেনে নেওয়া যাক-

কলা

আপনি যদি কোনোকিছু নিয়ে ভীষণ দুশ্চিন্তায় থাকেন তবে ঝটপট একটি কলা খেয়ে নিন। এতে কিছুক্ষণ পরই মন হালকা লাগবে। কলায় রয়েছে নানা ধরনের পুষ্টিগুণ।

এই ফলে আছে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন। কলা খেলে তা শরীরে রক্ত চলাচল বাড়াতে সাহায্য করে। সেইসঙ্গে বাড়ে শরীরে অক্সিজেনের পরিমাণও। কলা খেলে অক্সিজেন পৌঁছে যায় ব্রেন সেলে। যে কারণে দূর হয় দুশ্চিন্তা।

আঙুর

সুস্বাদু ও রসালো ফল আঙুর। এটি খেতে কারও অপছন্দ হওয়ার কথা নয়। সুস্বাদু এই ফলে আছে ফাইবার, গ্লুকোজ ও ভিটামিন এ। এসব উপাদান থাকার কারণে আঙুর কমিয়ে দিতে পারে দুশ্চিন্তা। তাই কখনো দুশ্চিন্তা ভর করলে আঙুর খেয়ে নিন। এতে নিজেকে অনেকটাই হালকা মনে হবে।

আম

গ্রীষ্মের অন্যতম আকর্ষণীয় ফল হলো আম। সুস্বাদু এই ফলের আছে অনেক উপকারিতা। এই গরমে আম শুধু আপনার প্রাণই জুড়াবে না, সেইসঙ্গে এটি দূর করবে দুশ্চিন্তাও। আমে থাকে পর্যাপ্ত ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি এবং গ্লুকোজ। দুশ্চিন্তা দূর করতে এই ফল দারুণ কার্যকরী হতে পারে।

আনারস

রসালো আর মিষ্টি স্বাদের ফল আনারস। অনন্য স্বাদের এই ফল নানা ধরনের পুষ্টি উপাদান পৌঁছে দেয় শরীরে। দুশ্চিন্তা দূর করতে চাইলে আনারস খেয়ে নিতে পারেন। তবে গর্ভবতী হলে কিংবা আগে থেকে চিকিৎসকের নিষেধ থাকলে এই ফল এড়িয়ে যাওয়াই উত্তম।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে