নরওয়ের নাইটক্লাবে বন্দুক হামলা, নিহত ২

প্রকাশিত: জুন ২৫, ২০২২; সময়: ১২:৫৬ অপরাহ্ণ |
নরওয়ের নাইটক্লাবে বন্দুক হামলা, নিহত ২

পদ্মাটাইমস ডেস্ক : নরওয়ের রাজধানী অসলোর একটি নাইট ক্লাব ও কাছের কয়েকটি সড়কে বন্দুক হামলায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৪ জন।

স্থানীয় সময় শনিবার এ হামলার ঘটনা ঘটে। পুলিশের মুখপাত্র টোরে বারস্টাড সাংবাদিকদের জানিয়েছে, ঘটনাস্থল ‘লন্ডন পাব’ থেকে প্রতিবেশী ক্লাবের কাছে একমাত্র অপরাধী বলে ধারণা করা এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন বলা হয়েছে, দ্য লন্ডন পাব নামের ওই ক্লাব সমকামীদের কাছে জনপ্রিয় একটি পানশালা ও নাইটক্লাব। এর অবস্থান নরওয়ের প্রাণকেন্দ্রে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকের সাংবাদিক ওলাভ রোয়েনবার্গ বলেন, আমি এক ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে আসতে দেখি। এসেই তিনি গুলি শুরু করেন। তবে কী কারণে এই বন্দুক হামলা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে শনিবার দিনশেষে অসলোতে বার্ষিক ‘প্রাইড প্যারেডের’ আয়োজন করা হয়েছে।

অসলো পুলিশ বিভাগের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়েছে, ‘বন্দুক হামলায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে