বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: জুন ২৪, ২০২২; সময়: ৩:১৭ অপরাহ্ণ |
বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পদ্মাটাইমস ডেস্ক : নেত্রকোনার কেন্দুয়ায় নাবিল মিয়া (২) ও কলমাকান্দার ১৪ মাস বয়সী মোহাম্মদ আলী নামে শিশু দুজন বন্যার পানিতে ডুবে প্রাণ হারিয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) রাত ১০টার দিকে কেন্দুয়ায় নাবিল এবং একই দিনের সন্ধ্যায় কলমাকান্দা মোহাম্মদ আলী তাদের নিজেদের বাড়ির উঠোনে ডুবে প্রাণ হারায়।

নাবিল কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলী গ্রামের আব্দুল আহাদ আলীর ছেলে।

মোহাম্মদ আলী কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের গুতুরা গ্রামের আশিক মিয়ার ছেলে। শিশু দুজন দিনমজুর পরিবাবের সন্তান।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাবিলের পরিবারের বরাত দিয়ে জানান, ১০টার দিকে নাবিল সবার অগোচরে বাড়ির উঠানের পানিতে পরে যায়। এক পর্যায়ে উঠানের পানিতে তার লাশ ভাসতে দেখে লাশটি উদ্ধার করা হয়। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তেই তার লাশ দাফন করা হয় বলে জানান ওসি।

এদিকে, কলমাকান্দা থানা পরিদর্শক (তদন্ত) খোকন কুমার দাস স্থানীয়দের বরাত দিয়ে জানান, মোহাম্মদ আলী ঘরের বারান্দায় একা খেলা করছিল। এর মাঝে বারান্দায় শিশুটিকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।

এক পর্যায়ে বাড়ির উঠানে বন্যার পানিতে খুঁজতে গিয়ে শিশুটির চাচি মুক্তা আক্তারের পায়ে লাগে সে। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পরিবারের ইচ্ছায় তাকে দাফন করা হয়েছে বিনা ময়নাতদন্তে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে