রাজশাহীতে এশিয়া ব্যাংকের ঋণ বিতরণ

প্রকাশিত: জুন ২৩, ২০২২; সময়: ১০:৩৯ অপরাহ্ণ |
রাজশাহীতে এশিয়া ব্যাংকের ঋণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে এশিয়া ব্যাংকের উদ্যোগে প্রান্তিক নারী কৃষক ও খামারিদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী শিল্পকলা একাডেমিতে ঋণ বিতরণের আয়োজন করা হয়। এশিয়া ব্যাংক লিমিটেড হেইফার উদ্যোগে ২২০ জন কৃষক ও খামারির মাঝে ৮০ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়।

সকলের জন্য ব্যাংকিং অধিকার নিশ্চিত করার পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তা এবং খামারিদের অর্থনৈতিক ভাবে এগিয়ে নিতে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে ২০১৪ সাল থেকে কাজ করে আসছে ব্যাংকিং এই প্রতিষ্ঠানটি।

এশিয়া ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হাসান মোল্লা এর সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মির্জা আব্দুল মান্নান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডক্তর জুলফিকার আক্তার হোসেন, ডেপুটি ডিরেক্টর এগ্রিকালচার মাসদার হোসেন, এশিয়া ব্যাংক লিমিটেডের এগ্রিকালচারাল ক্রেডিট ডিপার্টমেন্টের প্রধান শাহানাজ আক্তার শাহীন, ডিরেক্টর অফ হেইফের ইন্টার্নেশনাল বাংলাদেশ নুরুন নাহার, রাজশাহীর শাখা প্রধান তারেক আহমেদ, চাঁপাইনবাবগঞ্জের শাখা প্রধান আকরাম হোসেন, এজেন্ট ব্যাংকিং রাজশাহী রংপুর অঞ্চলের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার খাদেমুল ইসলাম এবং হেইফার ইন্টারন্যাশনালের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার জাহাঙ্গীর আলম।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে