নাটোরের অপহরনের ৫ মাস পরে তরুনীকে উদ্ধার করল সিআইডি

প্রকাশিত: জুন ২৩, ২০২২; সময়: ১০:৩৯ অপরাহ্ণ |
নাটোরের অপহরনের ৫ মাস পরে তরুনীকে উদ্ধার করল সিআইডি

নিজস্ব প্রতিবেদক : অপহৃতা অনামিকা ইসলাম তৃষা (২২) কে দীর্ঘ পাঁচ মাস পর বৃহস্পতিবার ২৩ জুন সকালে নাটোর শহর এলাকা থেকে উদ্ধার করেছে সিআইডি নাটোর। অনামিকা ইসলামের ডাক্তারি পরীক্ষা এবং আশরাফুন্নাহার রীটা বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাটোর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারার জবানবন্দি লিপিবদ্ধ করা হয়েছে।

অপহৃতা অনামিকা ইসলাম তৃষা নাটোর জেলার সিংড়া উপজেলা এলাকার আগলাড়ুয়া গ্রামের আশরাফুল ইসলামের কন্যা।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান সিআইডি পুলিশ।

সিআইডি জানান,
গত ২০২০ সালের ২৪ মার্চে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা এলাকার উত্তর রঘুনাথপুর গ্রামের সুম্মত আলীর ছেলে জাবেদ হোসেন (২৮) এর সাথে বিবাহ হয়। বিবাহের পর স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত ২০২১ সালের ১৫ জানুয়ারি অনামিকা ইসলাম তৃষা স্বামী জাবেদ হোসেনকে তালাক দিয়ে বাড়ি চলে আসে।

এ ঘটনায় স্বামী জাবেদ হোসেন ভীষণভাবে ক্ষুব্ধ হন। চলতি বছর ১৮ জানুয়ারি রাত্রিতে তার অপরাপর সহযোগীদের নিয়ে অনামিকা ইসলামের বাড়ি থেকে তার ইচ্ছার বিরুদ্ধে অপহরণ করে মাইক্রোযোগে পালিয়ে যায়। এ ঘটনায় অপহৃতার মা শিরিনা আক্তার বাদী হয়ে চলতি বছর ২২ ফেব্রুয়ারি বিজ্ঞ বিচারক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নাটোর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭,৮,৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন।

বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্তভার সিআইডির নাটোর জেলায় অর্পণ করেন। সিআইডি নাটোর জেলা তদন্তকারী অফিসার হিসাবে পুলিশ পরিদর্শক (নি:) শুকুর আলীকে নিযুক্ত করেন। তদন্তকারী অফিসার বিজ্ঞানভিত্তিক তদন্তের মাধ্যমে মামলার অপহৃতাকে বৃহস্পতিবার উদ্ধার করতে সক্ষম হন। সিআইডি নাটোর জেলার ইনচার্জ অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার হাসান শামীম ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে