মান্দায় কৃষকেরা পেলেন প্রণোদনার সার ও বীজ

প্রকাশিত: জুন ২৩, ২০২২; সময়: ৪:৫১ অপরাহ্ণ |
মান্দায় কৃষকেরা পেলেন প্রণোদনার সার ও বীজ

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন ও প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বীজ ও সারসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে পেঁয়াজের বীজসহ এসব বিতরণ করা হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, সম্প্রসারণ কর্মকর্তা সীমা কর্মকার প্রমূখ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, এক বিঘা জমিতে পেঁয়াজ উৎপাদনের জন্য ১৪০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে পেঁয়াজবীজ, ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি (পটাশ) সার, চারা তৈরির পলিথিন, বালাইনাশকসহ অন্যান্য উপকরণ দেওয়া হচ্ছে।

এছাড়া পেঁয়াজ উৎপাদন খরচের জন্য মোবাইল একাউন্টের মাধ্যমে ২৮০০ টাকা করে পাবেন প্রত্যেক কৃষক।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে