৫ হাজার মানুষকে ত্রাণ দিতে সিলেটে গেলেন মাহি

প্রকাশিত: জুন ২৩, ২০২২; সময়: ১:৪১ অপরাহ্ণ |
খবর > বিনোদন
৫ হাজার মানুষকে ত্রাণ দিতে সিলেটে গেলেন মাহি

পদ্মাটাইমস ডেস্ক : সিলেটের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ালেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বুধবার (২২ জুন) রাতে কন্টিনারে করে প্রায় ৫ হাজার মানুষদের জন্য ত্রাণ নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেন এই নায়িকা। সঙ্গে রয়েছেন তার স্বামী রাকিব সরকার।

এর আগে ফেসবুক লাইভে এসে মাহি সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন। কীভাবে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা যায় সে বিষয়েও ভক্তদের কাছে পরামর্শ চান তিনি।

বুধবার দিবাগত রাতে ফেসবুকে ছবি শেয়ার করে মাহি ক্যাপশনে লেখেন, ‘আমরা যাচ্ছি’।

বিষয়টি নিয়ে মাহিয়া মাহির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি আর রাকিব বনাকবলিত ৫ হাজার মানুষদের জন্য আমরা শুকনো খাবার নিয়ে এসেছি। বন্যাকবলিত যেসব এলাকায় ত্রাণ পৌঁছায়নি, সেসব স্থানে স্ত্রাণ দেবো আমরা।

সিলেট বিভাগে ভয়াবহ বন্যা দেখা দিলে নানা শ্রেণি-পেশার মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেন। শোবিজ অঙ্গনের অনেক তারকাও তাদের পাশে দাঁড়িয়েছেন। এর আগে বন্যাকবলিত মানুষদের জন্য চিত্রনায়ক অনন্ত জলিল, খল-অভিনেতা ডিপজল ও শিল্পী সমিতির পক্ষ থেকে ত্রাণ পাঠাতে দেখা গেছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে