রাজশাহীতে পেনশনের টাকা আত্মসাতে হিসাব কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: জুন ২২, ২০২২; সময়: ১০:১৫ অপরাহ্ণ |
রাজশাহীতে পেনশনের টাকা আত্মসাতে হিসাব কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের এক সুইপারের পেনশনের টাকা আত্মসাৎ করায় উপজেলা হিসাব কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার তিন আসামির মধ্যে একজন মৃত সুইপার রাবেয়া খাতুনের দ্বিতীয় স্বামী জহুরুল হক। তিনি দুর্গাপুর ইউএনও অফিসের নৈশ্যপ্রহরী হিসেবে কর্মরত। অন্য দুই আসামি হলেন- উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বাবলুর রহমান ও হিসাব সহকারী আফসার আলী।

দুদকের এজাহার মতে, মৃত রাবেয়া খাতুন তার একমাত্র মেয়ে কাজল রেখা ওরফে জয়নবকে (৪১) পেনশনের নমিনি করেছিলেন। কিন্তু মৃত রাবেয়ার দ্বিতীয় স্বামী ইউএনও অফিসের নৈশ্যপ্রহরী জহুরুল হক বিভিন্ন ধরনের জাল নথিপত্র তৈরি করেন। তিনি উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বাবলুর রহমান ও হিসাব সহকারী আফসার আলীকে হাত করে রাবেয়ার পেনশনের সমস্ত টাকা তুলে নিয়েছেন। মৃত রাবেয়ার মেয়ে কাজল রেখা পেনশনের খোঁজ নিতে গেলে ওই দুই কর্মকর্তা তাকে জানান, এ বিষয়ে তার করণীয় কিছু নেই। তার পেনশনের টাকা পরিশোধ করা হয়েছে।

এদিকে কাজল রেখা এ বিষয়ে গত বছর রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেছিলেন। অভিযোগটি দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত হওয়ায় আদালত তা দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে পাঠান। দুদক এ বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য প্রধান কার্যালয়ে নথিপত্র পাঠায়। এরপর গত ১৫ জুন এ বিষয়ে মামলা করার জন্য অনুমোদন দেওয়া হয়। তাই বুধবার এ মামলা করা হয়। দুদক আসামিদের গ্রেফারের চেষ্টা করছে বলে জানা গেছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে