মহাদেবপুরে বজ্রপাতে কৃষক নিহত

প্রকাশিত: জুন ২২, ২০২২; সময়: ৯:০১ অপরাহ্ণ |
মহাদেবপুরে বজ্রপাতে কৃষক নিহত

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : মহাদেবপুরে আউশ ধান রোপনের সময় বজ্রপাতে নুরুল জামান (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ সময় নাজমুল হোসেন (৩০) নামে আরও একজন কৃষক আহত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কালুশহর মাঠে বজ্রপাতের এ ঘটনা ঘটে। নিহত নুরুল জামান মোল্লা পাড়া সাদীপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে ও আহত মেহেদী হাসান একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এলাকাবাসীরা জানান, হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে গেলে সঙ্গে সঙ্গে বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়।

এ সময় তারা মাঠে আউশ মৌসুমের ধান রোপণের জন্য কাজ করছিলেন। মুহূর্তেই বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই নুরুল জামান মারা যান এবং নাজমুল ইসলাম সেই বজ্রপাতের শিখায় আহত হন।

স্থানীয়রা আহত নাজমুলকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে