মহাদেবপুরে প্রধানমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগে প্রশিক্ষণ

প্রকাশিত: জুন ২২, ২০২২; সময়: ৫:৫২ অপরাহ্ণ |
মহাদেবপুরে প্রধানমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগে প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালিদ মেহিদী হাসান পিএএ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেস ইনোভেশন ইউনিট এর সহযোগীতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন অনুষ্ঠিত উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন। একাডেমিক সুপার ভাইজার ফরিদুল ইসলামের সঞ্চালনয় দিনব্যাপী কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, সহকারী কমিশনার (ভূমি) নুরসাত জাহান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.আব্দুল মালেক, কৃষি অফিসার অরুণ চন্দ্র রায় প্রমূখ।

প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, রাবেয়া রহমান পলি, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গোলাম নূরানী আলাল, বদিউজ্জামান বদি, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, যুব উন্নয়ন অফিসার হারুন আর রশীদ, স্থানীয় সুশীল সমাজ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবিন্দ, মসজিদের ইমাম, বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীসহ সমাজের সকল স্তরের মানুষ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে