আদমদীঘিতে জনশুমারী ও গৃহগণনাকারিকে মারপিট

প্রকাশিত: জুন ২২, ২০২২; সময়: ৪:৫৬ অপরাহ্ণ |
আদমদীঘিতে জনশুমারী ও গৃহগণনাকারিকে মারপিট

নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি : বগুড়ার আদমদীঘিতে জনশুমারী ও গৃহগণনাকারিকে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। গত সোমবার দুপুরে গৃহগণনাকারি এসএম রাফিউল নবী দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪-৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

অভিযোগে জানা যায়, গত সোমবার দুপুর দেড় টায় জনশুমারী ও গৃহগণনাকারি এসএম রাফিউল নবী আদমদীঘি বাজার এলাকায় জনতা ব্যাংকের পিছনের গলি দিয়ে কাঁচা বাজারে যাওয়ার পথে উপজেলার তালশন কালিবাড়ীর রেজাউলের ছেলে সোহেল (২৪) ও শাহীনের ছেলে শান্ত (২০) সহ অজ্ঞাত আরো ৪-৫ জন মিলে পথরোধ করে সরকারী কাজে বাঁধা প্রদান করে।

এরপর তারা এলোপাথারী ভাবে মারপিট এবং সরকারী কাজে ব্যবহৃত ট্যাব ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় রাফিউল নবীর ডাক চিৎকারে শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে