ইবিতে ‘বিজ ইনফোমেনিয়া ২২’ এর পুরস্কার বিতরনী

প্রকাশিত: জুন ২০, ২০২২; সময়: ৭:৩৫ অপরাহ্ণ |
ইবিতে ‘বিজ ইনফোমেনিয়া ২২’ এর পুরস্কার বিতরনী

নিজস্ব প্রতিবেদক, ইবি : ব্যবসায় শিক্ষা সম্বন্ধীয় কুইজ প্রতিযোগিতা ‘বিজ ইনফোমেনিয়া ২২’ এর পুরষ্কার বিতরনী অনুষ্ঠান আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ( ইবি ) হিউম্যান রিসোর্স ক্লাব।

সোমবার ( ২০ জুন ) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের পঞ্চম তলায় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সেমিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ক্লাব এর সাধারণ সম্পাদক শাহিনুর রহমান এর সঞ্চালনায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মেরাজুল ইসলাম মেরাজ, আবিদ আজাদ ও সজীব আহমেদ এর হাতে পুরষ্কার এবং সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রফেসর ড. কাজী আক্তার হোসেন, ব্যবস্থাপনা বিভাগ থেকে প্রফেসর ড. ধনঞ্জয় কুমার ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহকারী প্রফেসর শিমুল রায়।

এ বিষয়ে ক্লাবের সভাপতি তাসিন মাহমুদ বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদের প্রথম ক্লাব আমাদের হিউম্যান রিসোর্স ক্লাব, গত পরশুদিন আমাদের ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে বিজ-ইনফোমেনিয়া কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। অনলাইনে আবেদনের মাধ্যমে সেখানে ব্যবসায় প্রশাসন অনুষদের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বিজয়ী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনজনকে পুরস্কার বিতরণ করেছি এবং যারা অংশগ্রহণ করেছিল সবাইকে সার্টিফিকেট প্রদান করেছি। এটি ছিল আমাদের প্রথম প্রোগ্রাম শীঘ্রই আমরা বিভিন্ন সেমিনার ও প্রতিযোগিতার আয়োজন করবো। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

উল্লেখ্য, গত ১৮ জুন শনিবার উদ্বোধনীর মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে ইসলামিক ইউনিভার্সিটি হিউম্যান রিসোর্স ক্লাব। উদ্বোধনী উপলক্ষে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ স্বরুপ ব্যবসায় শিক্ষা সম্বন্ধীয় কুইজ প্রতিযোগিতা ‘বিজ ইনফোমেনিয়া ২২’ এর আয়োজন করা হয়। যেখানে অংশগ্রহণ করেছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের অর্ধ শতাধিক শিক্ষার্থীবৃন্দ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে