পদ্মাসেতু নিয়ে এবার নির্মিত হলো সিনেমা

প্রকাশিত: জুন ২০, ২০২২; সময়: ৩:৩০ অপরাহ্ণ |
খবর > বিনোদন
পদ্মাসেতু নিয়ে এবার নির্মিত হলো সিনেমা

পদ্মাটাইমস ডেস্ক : নিজেদের অর্থায়নে বিশাল এ সেতু তৈরি করা ছিল বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ জয় হয়েছে। বাংলার মানুষের স্বপ্নের পদ্মাসেতু কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে যাত্রা করছে। শুভ উদ্বোধনের অপেক্ষা মাত্র। এ মুহূর্তে পদ্মাসেতু নিয়ে সবার মধ্যেই দেখা যাচ্ছে আগ্রহ।

এবার স্বপ্নের পদ্মাসেতু নিয়ে তৈরি হলো সিনেমা। যার নাম ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’। এটি পরিচালনা করেছেন আলী আজাদ। এরই মধ্যে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে, চলছে সম্পাদনার কাজ।

সিনেমাটি প্রসঙ্গে পরিচালক আলী আজাদ বলেন, পদ্মাসেতু মাথা নত না করে মাথা উঁচু করার প্রতীক। পদ্মা সেতুকে নিয়ে আমরা প্রত্যয় এবং অহংকারের একটি গল্প বলতে চেয়েছি। আশা করি দর্শক নিরাশ হবেন না।

পরিচালক জানান, চলতি মাসে সিনেমাটি সেন্সরে জমা পড়বে।

সিনেমাটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য পরিচালকের নিজের। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাঞ্জু জন, অলিভিয়া মাইশা, রায়হান মুজিব, হিমেল রাজ, খুকু, আনোয়ার সিরাজী, শান্তা পাল প্রমুখ।

পুরো সিনেমার শুটিং হয়েছে পদ্মাসেতু এলাকায়। নির্মিত হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা টকিজের ব্যানারে। এটি পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে