টিভি উপস্থাপক এখন ফুটপাতের খাবার বিক্রেতা

প্রকাশিত: জুন ১৯, ২০২২; সময়: ১:৫১ অপরাহ্ণ |
টিভি উপস্থাপক এখন ফুটপাতের খাবার বিক্রেতা

পদ্মাটাইমস ডেস্ক : প্রায় এক বছর আগে তালেবানরা আফগানিস্তান দখল করার পর দেশটি বেশ কয়েকটি কঠিন সময়ের সাক্ষী হয়েছে। এবার একটি টুইটে তালেবান শাসিত আফগানিস্তানে সাংবাদিকদের বর্তমান অবস্থা সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়।

যেখানে দেখা যাচ্ছে একজন প্রাক্তন সংবাদ উপস্থাপক দারিদ্র্যের শিকার হয়ে রাস্তার ফুটপাতের খাবার বিক্রি করছেন।

এই টুইটটি করেছেন কবির হাকমাল। যিনি হামিদ কারজাই সরকারের সঙ্গে কাজ করতেন।

টুইটে একজন রাস্তার খাবার বিক্রেতার ছবি দেখা যায়। যাকে কবির একজন প্রাক্তন সংবাদ উপস্থাপক, রিপোর্টার মুসা মোহাম্মদী হিসাবে চিহ্নিত করেছেন।

তিনি টুইটের ক্যাপশনে লিখেন, “তালেবানের ক্ষমতায় উত্থানের পর মুসা দারিদ্র্যের শিকার হয়েছেন।”

কবির তার টুইটে মুসার ‘পুরনো দিনের’ ছবিও পোস্ট করেন। যেখানে দেখা যায় মুসা নিউজ অ্যাঙ্কর হিসেবে কাজ করতেন এবং সঙ্গে সাম্প্রতিক ছবিগুলো সংযোজন করেন। যেখানে তাকে আফগানিস্তানের রাস্তায় খাবার বিক্রি করতে দেখা যায়।

পরে গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, মুসা মোহাম্মদী বছরের পর বছর বিভিন্ন টিভি চ্যানেলের একজন অ্যাঙ্কর এবং রিপোর্টার হিসেবে কাজ করেছেন। কিন্তু এখন তার পরিবারকে খাওয়ানোর জন্য কোন আয় নেই। ফলে কিছু অর্থ উপার্জনের জন্য রাস্তায় খাবার বিক্রি করছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে