নওগাঁয় রাস্তার কাজের উদ্বোধন

প্রকাশিত: জুন ১৯, ২০২২; সময়: ১:০০ অপরাহ্ণ |
নওগাঁয় রাস্তার কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের গুমারদহ ব্রীজ হতে মফিজের ঘাট পর্যন্ত নব নির্মিত রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা/কাবিটা) কর্মসূচির আওতায় রাস্তাটির নির্মাণ কাজ করা হয়। দুপুরে প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।

এ সময় প্রধান অতিথি বলেন- সদর উপজেলার শৈলগাছি ইউনিয়নের গুমারদহ গ্রাম থেকে রানীনগর উপজেলার মিরাট ইউনয়নের মফিজের পর্যন্ত প্রায় এক কিমি রাস্তা পুর্ব প্রতিশ্রতি অনুযায়ী নির্মান কাজ সম্পুর্ন হয়ে আজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। এই দুই অঞ্চলের মানুষের পাশাপাশি নওগাঁ টু রাজশাহী সাথে যোগাযোগ ব্যবস্থা আরও সহজলভ্য হয়েছে। তা ছাড়া রাস্তা নির্মানের কারনে এই অঞ্চলের মানুষদের জীবনযাত্রার মান আরও উন্নয়ন ঘটবে বলে তিনি মনে করেন।

তিনি বলেন – প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী দেশের প্রতিটি গ্রামকে শহরে রুপান্তরিত করার ক্ষেত্রে গুমারদহ গ্রামসহ এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার উন্নয়নের পাশাপাশি এগিয়ে থাকবে। বর্তমানে মাটির রাস্তা টেকসই করার জন্য রাস্তার ধারে বল্ক স্থাপন এবং রাস্তা পাকাকরনে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি নির্মল কৃষনো সাহা, জেলা আওয়ামীলীগের যুগ্না-সম্পাদক মেহেদী হাসান নয়ন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমল, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে