মোহনপুরে বজ্রপাতে শিশুর মৃত্যু
প্রকাশিত: জুন ১৮, ২০২২; সময়: ১২:০৪ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরে রায়ঘাটী ইউনিয়নের আমগাছি গ্রামে দুপুর ১২টার দিকে বৃষ্টিতে ফুটবল খেলার সময় রাব্বি নামের ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে আমগাছি গ্রামের কাউছার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ জুন) রাব্বীসহ কয়েকজন বন্ধু মিলে বাড়ির পাশেই ফুটবল খেলছিল। এসময় বৃষ্টি শুরু হয়। খেলায় মত্ত রাব্বির উপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে মারা যায়।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, বৃষ্টির সময় শিশুরা ফুটবল খেলছিল এসময় বজ্রপাতে রাব্বির মৃত্যু হয়েছে।