কচুয়ায় ভ্রাম্যমান এসিবাস কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে জেলা প্রশাসক

প্রকাশিত: জুন ১৭, ২০২২; সময়: ৫:০৩ অপরাহ্ণ |
কচুয়ায় ভ্রাম্যমান এসিবাস কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে জেলা প্রশাসক

মাসুদ রানা, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় ভ্রাম্যমান এসি বাস কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র পরিদর্শন করেছেন চাঁদপুরে নব যোগদানকৃত জেলা প্রশাসক কামরুল হাসান। উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা শেষে তিনি কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্রটি পরিদর্শন করেন।

এসময় চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বেকার যুবক ও নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, স্বাবলম্বী এবং আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে সারাদেশে প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

৪০জন প্রশিক্ষানার্থী কম্পিউটার প্রশিক্ষন শেষে কর্মসংস্থানের সৃষ্টি হবে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিনি এসব প্রশিক্ষন কেন্দ্র পরির্দশন করেন বলেও জানান তিনি।

এসময় উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, ইউএনও মোতাছেম বিল্যাহ, ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব উল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে