নাটোরে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু

প্রকাশিত: জুন ১৭, ২০২২; সময়: ৪:০২ অপরাহ্ণ |
নাটোরে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরে ডাকাতি করতে গিয়ে গণপিটুনীতে হাশেম নামে এক ডাকাতের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার করোটা গ্রামে ডাকাতির সময় গণপিটুনীতে আহত হাশেম নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রুবার দুপুরে মারা যায়।

এছাড়া গণপিটুনীতে আহত হান্নান নামে অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত হাশেম নাটোর সদর উপজেলার গুনারিগ্রাম এলাকার রইস মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়,বৃহস্পতিবার রাতে সদর উপজেলার করোটা গ্রামে আবু হানিফের বাড়িতে ডাকাতি করতে যায় হাশেম,হান্নান ও রুবেল নামে তিন যুবক। তারা বাড়িতে প্রবেশের পর আবু হানিফের স্ত্রীর কাছে থেকে টাকা ও স্বর্নালংকার নিয়ে পালানোর সময় আবু হানিফের স্ত্রীর সাথে ধস্তাধস্তি শুরু হয়। এসময় বাড়ির অন্য সদস্য সহ প্রতিবেশীরা টের পেয়ে তাদের ঘিরে ফেলে। ধস্তাধস্তির এক পর্যায়ে রুবেল নামে একজন পালিয়ে গেলেও হাশেম ও হান্নানকে ধরে ফেলে এলাকাবাসী।

এসময় তাদের গণপিটুনী দেয় এলাকার মানুষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত দুইজনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ২ টার দিকে হাশেম মারা যায়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি চুরি না ডাকাতি তা খতিয়ে দেখা হচ্ছে। এবিষয়ে আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে