টোল ছাড়া রাস্তা ব্যবহারের পথ দেখাবে গুগল

প্রকাশিত: জুন ১৭, ২০২২; সময়: ১:১৬ অপরাহ্ণ |
টোল ছাড়া রাস্তা ব্যবহারের পথ দেখাবে গুগল

পদ্মাটাইমস ডেস্ক : গুগল ম্যাপস একটি নতুন ফিচার নিয়ে আসছে, যা ব্যবহারকারীদের রাস্তার টোল থাকলে তার পরিমাণ জানিয়ে দেবে।

এক কমিউনিটি পোস্টে গুগল ম্যাপ জানিয়েছে, টোল রাস্তা ও বিনামূল্যে রাস্তা বেছে নেওয়ার সুবিধা করে দিতে প্রথমবারের জন্য গুগল ম্যাপের ভেতরে টোলের খরচ দেখিয়ে দেওয়া হবে।

ব্যবহারকারী চাইলে টোল অতিক্রম না করেই সেটিংস থেকে টোলের খবর জেনে নিতে পারবেন। চাইলে টোল প্লাজা থেকে দূরত্ব বজায় রেখে বিনামূল্যের রাস্তা ব্যবহার করেও যাতায়াত করতে পারবেন। ব্যবহারকারীর জন্য সেই অপশন দেখাবে গুগল ম্যাপ।

এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান এবং ইন্দোনেশিয়াজুড়ে প্রায় ২০০০ টোল হাইওয়েতে এই ফিচারটি অ্যাক্সেসযোগ্য। এখনও বিশ্বের সব রুটে এই ফিচার শুরু করেনি জনপ্রিয় নেভিগেশন সার্ভিসটি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে