বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক
প্রকাশিত: জুন ১৭, ২০২২; সময়: ১০:৪২ am |
খবর > আঞ্চলিক
পদ্মাটাইমস ডেস্ক : চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার কুলগাঁও এলাকা থেকে শাহানা আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মাইজপাড়ার মঞ্জুর কলোনি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শাহানা ফেনীর সোনাগাজী উপজেলার চরশাহ ভিকারি এলাকার নূর নবীর স্ত্রী। বর্তমানে তারা মঞ্জুর কলোনিতে থাকতেন।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, খবর পেয়ে বাসা থেকে ওই গৃহবধূর লাশটি উদ্ধার করা হয়। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে যেকোনো সময়ে গলায় রশি লাগিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী নূর নবীকে আটক করা হয়েছে।