হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান তথ্য সচিবের

প্রকাশিত: জুন ১৬, ২০২২; সময়: ১০:১৫ অপরাহ্ণ |
হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান তথ্য সচিবের

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেন। বৃহস্পতিবার বিকালে রাজশাহী সার্কিট হাউজে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় তথ্য ও সম্প্রচার সচিব বলেন, বিভাজন যেখানে বেশি সেখানে দাবি আদায় সহজ হয় না।

তথ্য অধিদফতরকে সাংবাদিকদের তালিকা প্রস্তুতের দায়িত্ব দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের তালিকা করা একটা কঠিন বিষয়। আপনারা যারা প্রকৃত সাংবাদিক তারাই এ তালিকা তৈরি করে দেবেন। প্রকৃত সাংবাদিকদের হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

তিনি আরও বলেন, দেশে এখন প্রায় ১৩০০-এর বেশি পত্রিকা রয়েছে। যথাযথভাবে পত্রিকা প্রকাশ না করায় ইতিমধ্যে প্রায় ৩০০ পত্রিকার প্রকাশনা বাতিল করা হয়েছে। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জসীম উদ্দিন। মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে