পাবনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশিত: জুন ১৬, ২০২২; সময়: ৪:৩৩ অপরাহ্ণ |
পাবনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনা পৌরসভা অন্তগত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ১০দিনব্যপী বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ (১৬জুন) দুপুরে শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিন স্টেডিয়ামে শিক্ষার্থী ও খেলোয়ারদের সাথে নিয়ে মাঠে বেলুন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন পৌর সভার মেয়র শরীফ উদ্দিন প্রধান।

পাবনা পৌরসভার অন্তগত ৩৪ টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের বালক ও বালিকা আলাদা দলে বিভক্ত হয়ে গ্রæপ পদ্ধতিতে এই খেলায় অংশ গ্রহণ করবে।

পাবনা পৌরসভা সার্বিক সহযোগিতায় এই ফুটবল প্রতিযোগিতায় মোট ৬৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিদিন ৮টি করে দলের ৪ টি করে খেলা হবে। পাবনা পৌরসভার শালগাড়িয়া ও বালিয়াহাট কাস্টার এই খেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন। প্রাথমিক বিদ্যালয়ে ১২ বছর বয়সী আগ্রহী শিক্ষার্থী বালক ও বালিকাদের নিয়ে এই দল গঠন করা হয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের দুটি করে দল এই খেলাতে অংশ গ্রহণ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাঈদা শবনম, সহ উপ-শিক্ষা অফিসার মোমম্মদ আলী, শিক্ষক ইকরামুল কবীর, মির্জা আলোয়ারুল হক, এনামুল কবীর সিদ্দিকী, সুখ রঞ্জন চক্রবর্তী, মাহামুদা খাতুন, নাজনীন বেগম, ফেরদৌস হক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক ও ক্রিড়া সংগঠক মাহামুদুল ইসলাম।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে