রাজশাহীতে দিন-দুপুরে বিকাশ দোকান লুট

প্রকাশিত: জুন ১৫, ২০২২; সময়: ৭:১২ অপরাহ্ণ |
রাজশাহীতে দিন-দুপুরে বিকাশ দোকান লুট

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে দিন-দুপুরে মুদি ও বিকাশের দোকানের তালা খুলে দেড় লাখ টাকা লুট হয়েছে। বুধবার (১৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর সেখের চক এলাকার কল্পনার মোড়ের পাশে আরোশ স্টোরে এই লুটের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকেলে নগরীর সেখের চক এলাকার আরোশ স্টোরের মালিক জাহাঙ্গীর দোকান বন্ধ করে নামায পড়তে যান। এসে দেখে তার দোকান খোলা। এ সময়ে একজন নকল চাবি দ্বারা দোকান খুলে ভিতরে যায়। পরে এলাকাবাসীর নজর পড়লে সে দোকানের অর্ধেক শাটার নামিয়ে পালিয়ে যায়। পিছন থেকে তাড়া করেও তাকে ধরতে পারেনি লোকজন।

আরোশ স্টোরের মালিক জাহাঙ্গীর বলেন, ‘আমি আসরের নামাযের জন্য দোকানের শাটার নামিয়ে তালা লাগিয়ে যাই। কিন্তু নামায পড়ে এসে দেখি এলাকাবাসী দোকানের সামনে জড়ো হয়ে আছে। পরে দোকানে এসে দেখি দোকানের শাটার অর্ধেক খোলা এবং নকল একটি চাবিসহ তালা টেবিলে রাখা।’

তিনি আরও বলেন, ‘দোকানের ভিতরে গিয়ে দেখি ক্যাশ এর একটি ড্রয়ারে থাকা পুরো এক লাখ টাকা এবং আরেকটি ড্রয়ারে থাকা প্রায় ৫০ হাজার টাকা ও মোবাইল ব্যাংকিং লেনদেনের একটি মোবাইল সেট নেই।’

বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ঘটনার পর পরই বিষয়টি বোয়ালিয়া থানায় জানানো হয়। পরে পুলিশ গিয়ে বিষয়টি তদন্ত করে। ঘটনার সঙ্গে জড়িতকে সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে