নৌকা ডুবে দুই ভাইবোনের মৃত্যু

প্রকাশিত: জুন ১৫, ২০২২; সময়: ৪:৫০ অপরাহ্ণ |
নৌকা ডুবে দুই ভাইবোনের মৃত্যু

পদ্মাটাইমস ডেস্ক : সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্কুলে যাওয়ার পথে নৌকা ডুবে এক এসএসসি পরীক্ষার্থীসহ দুই ভাইবোনের মৃত্যু ঘটেছে। বুধবার সকালে গোজাউড়া হাওরে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই ভাইবোন হলো সৌরভ মিয়া (১০) ও তামান্না আক্তার (১৪)। তারা উপজেলার সুরমা ইউনিয়নের রাজনগর গ্রামের ময়না মিয়ার ছেলেমেয়ে। এর মধ্যে বুধবার বেলা ২ টায় তামান্না আক্তারের এবং এর আগে সৌরভের মৃতদেহ উদ্ধার করা হয়।

তামান্না আক্তার এই বছরের এএসএসসি পরীক্ষার্থী এবং তার ভাই সৌরভ মিয়া পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ জানায়, বুধবার বেলা ১১ টায় চার শিক্ষার্থীকে নিয়ে তাদের চাচা আমিনুল হক হাতে বাওয়া ছোট নৌকা নিয়ে রাজনগর গ্রাম থেকে পাশের সমুজ আলী স্কুল এণ্ড কলেজে যাচ্ছিলেন। এর মধ্যে তামান্না আক্তার , সাইফুল (১৫) এবং রুমি আক্তার (১৬) এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আনতে এবং সৌরভ তাদের সঙ্গে স্কুলে যাচ্ছিল।

পথে গোজাউড়া হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে সৌরভসহ তিনজনকে উদ্ধার করে। এর মধ্যে সৌরভকে অসুস্থ অবস্থায় দোয়ারাবাজার হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সৌরভের বোন নিখোঁজ তামান্না আক্তারকে বেলা দুই টায় স্থানীয় লোকজনের সহযোগিতায় হাওর থেকে উদ্ধার করে পুলিশ।

দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর জানান, ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি খুবই বেদনাদায়ক।

তিনি আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারা যাওয়া দুই ভাইবোনের পরিবারকে ৪০ হাজার টাকা দিয়েছেন। দুই শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে