প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দুর্গাপুরে দিনব্যাপী কর্মশালা

প্রকাশিত: জুন ১৪, ২০২২; সময়: ৮:৫২ অপরাহ্ণ |
প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দুর্গাপুরে দিনব্যাপী কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগীতায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে ‘ডিজিটাল বাংলাদেশ, আশ্রয়ণ, বিদ্যুৎ, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষা, শিক্ষাসহায়তা, বিনিয়োগ বিকাশ, পল্লী সঞ্চয় ব্যাংক, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ’সহ নানামুখী ১০টি উদ্ভাবনী নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধানমন্ত্রীর বিশেষ ১০ উদ্যোগের একটি প্রামাণ্যচিত্র তুলে ধরা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক।

এছাড়াও দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে