সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের এপিএস চাকরিচ্যুত

প্রকাশিত: জুন ১৪, ২০২২; সময়: ১:৫৮ অপরাহ্ণ |
খবর > জাতীয়
সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের এপিএস চাকরিচ্যুত

পদ্মাটাইমস ডেস্ক : অসদাচরণ ও পলায়নের অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের তৎকালীন সহকারী একান্ত সচিব (এপিএস) ও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মন্মথ রঞ্জন বাড়ৈকে চাকরিচ্যুত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (১৩ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত বছর পদায়নের ৯ মাস পরও কর্মস্থলে যোগ না দেওয়ায় মন্মথ রঞ্জন বাড়ৈর বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ আনে শিক্ষা মন্ত্রণালয়। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। যাচাই-বাছাইসহ যাবতীয় প্রক্রিয়া শেষে তাকে চাকরিচ্যুত করে মন্ত্রণালয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ ২০০৯ সালে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর দীর্ঘদিন তার এপিএসের দায়িত্ব পালন করেন মন্মথ রঞ্জন বাড়ৈ। এ সময় তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ ওঠে। একপর্যায়ে তাকে এপিএসের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

২০২০ সালের ২৫ মার্চ মন্মথ রঞ্জন বাড়ৈকে ঢাকা শিক্ষাবোর্ডের উপ-কলেজ পরিদর্শক থেকে সরিয়ে খুলনার বিএল কলেজে বদলি করা হয়। কিন্তু তিনি সেই কলেজে যোগদান করেননি।

কোনো ধরনের অনুমতি ছাড়াই তিনি কর্মস্থলে অনুপস্থিত থাকায় ওই বছরের ১২ এপ্রিলের মধ্যে কর্মস্থলে যোগদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়। এরপরও তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

সূত্রে জানা গেছে, মন্মথ রঞ্জন বাড়ৈ অনুমতি না নিয়ে যুক্তরাষ্ট্রে চলে গেছেন। তিনি সেখানেই অবস্থান করছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে