শিবগঞ্জে এসএসসি ও সমমান পরিক্ষার প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: জুন ১৪, ২০২২; সময়: ১:২৫ অপরাহ্ণ |
শিবগঞ্জে এসএসসি ও সমমান পরিক্ষার প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : বগুড়ার শিবগঞ্জে ২০২২ সালের এসএসসি, দাখিল, এসএসসি(ভোকঃ), ও দাখিল (ভোকঃ) ১০ম শ্রেণির সমাপনী পরিক্ষা সুষ্ঠু, স্বাভাবিক ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ জুন বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ হাফিজার রহমান অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. তারক নাথ কুন্ডু, শিবগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টি.এম আব্দুল হামিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা একাডেমি সুপার ভাইজার পদ্মা রানী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাহানারা খাতুন, চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, শিবগঞ্জ সিনিয়র ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবে রফিক, গুজিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন তোতা।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, উথলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল আলম, হরিপুর চলনাকাঁথী ফাজিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ আলী আজম, ভরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, অভিরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, দোপাড়া আব্দুল হান্নান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনছুর রহমান, সহকারী শিক্ষক মোকছেদুর রহমান দুলু, রবিউল ইসলাম, আলী মর্তুজা, সোনিয়া পারভীন, কামরুন্নাহার প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে