মহাদেবপুরের সেই কিশোরের শাস্তির দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: জুন ১৩, ২০২২; সময়: ৮:০৫ অপরাহ্ণ |
মহাদেবপুরের সেই কিশোরের শাস্তির দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে মহানবি (সা.) কে অবমাননা করে ফেসবুকে কটুক্তি করা সেই পল্লব কুমার মহন্ত, ভারতের বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমারের ফাঁসির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানিয় মুসলিমরা।

বাসষ্ট্যান্ডে বিকেলে ওয়ালামায়ে কেরাম ও তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে দক্ষিণ হোসেনপুর মাদ্রাসার পরিচালক মুফতি হান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মওলানা জিল্লুর রহমান, ক্বওমী ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি নাসির বিন আজগর, শিবরামপুর মাদ্রাসার পরিচালক মওলানা নুরুল ইসলাম, বাসষ্ট্যান্ড মসজিদের ইমাম মওলানা শফিকুল ইসলাম, মওলানা আব্দুল ওয়াজেদ, মাওলানা মো. সেকেন্দার আলী প্রমুখ।

অপরদিকে, একই দিন সরস্বতীপুর বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ, নওহাটা মহিলা মাদ্রাসার মহাতামিম হাবিবুর রহমান, ব্যবসায়ী মোঃ শাজাহান, মোঃ হানিফ প্রমূখ।

উল্লেখ্য সম্প্রতি সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর (এসএসসি পরীক্ষার্থী) পল্লব কুমার মহন্ত বিশ্বনবী (সা.) কে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ন মন্তব্য করায় গত শনিবার (১১ জুন) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এলাকাবাসী পল্লব কুমারকে আটক করে থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

পরদিন রোববার বিকেলে থানা পুলিশ পল্লব কুমার মহন্তের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। আটক পল্লব কুমার মহন্ত সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা সদরের দক্ষিণ দুলালপাড়া গ্রামের পরিমল কুমার মহন্তের ছেলে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে