সুজানগরে দরিদ্র জেলেদের মাঝে ছাগল বিতরণ

প্রকাশিত: জুন ১৩, ২০২২; সময়: ৬:০৪ অপরাহ্ণ |
সুজানগরে দরিদ্র জেলেদের মাঝে ছাগল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : ২০২১-২২ আর্থিক সালে রাজশাহী বিভাগে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের অনুমোদিত দরিদ্র জেলেদের বিকল্প আয়বর্ধক কর্মসূচির আওতায় সুজানগরের দরিদ্র জেলেদের মাঝে উপকরণ(স্ত্রী ছাগল ) বিতরণ করা হয়েছে।

সোমবার(১৩ জুন) উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্ত্বরে এ ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

উপজেলা নির্বাহী অফিসার রওশন আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য অফিসার নূর কাজমীর জামান খান।

এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডাঃ আব্দুল লতিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা শিক্ষা সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন,নির্বাচিত মৎস্যজীবীবৃন্দ ও উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, দরিদ্র জেলেদের বিকল্প আয়বর্ধক কর্মসূচির আওতায় সুজানগর উপজেলার মোট ৬৫ জন দরিদ্র জেলের মাঝে ৪টি করে (স্ত্রী ছাগল ) পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে