চারঘাট ভায়ালক্ষীপুর ইউপি যুবলীগের আহবায়ক কমিটি গঠন
প্রকাশিত: জুন ১২, ২০২২; সময়: ৮:৪২ pm |
খবর > রাজনীতি
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়ন যুবলীগের ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
রাজশাহী জেলা যুবলীগ সভাপতি আবু সালেহ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। চারঘাট উপজেলা যুবলীগ সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন ও সাধারণ সম্পাদক নাজমুল আলম স্বাক্ষরিত আহবায়ক কমিটিকে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক অনুমোদন দেন।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মাহ্মুদ হাসান সোহেলকে আহবায়ক মো. মাইনুল হক ও মো. সাইদুজ্জামান সবুজকে যুগ্ম আহবায়ক করে ভায়ালক্ষীপুর ইউনিয়ন যুবলীগের এই আহবায়ক কমিটি অনুমোদন করা হয়।
এই আহবায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে কমিটি সম্পন্ন করবে। এখন থেকে অত্র ইউনিয়নে এই আহবায়ক কমিটি সংগঠনের সকল কার্যক্রম পরিচালনা করবে।